Monday, November 11, 2024
Latest Newsদেশফিচার নিউজ

পুলিশের চিঠিতেই কাটছাঁট! তবলীগের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়ে গ্রেফতার রাজেশ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা সংকটকে তবলীগ জামাতের সঙ্গে সম্পৃক্ত করে দেদার গুজব ছড়ানো হচ্ছে। গুজরাতের বরোদা থেকেও এমনই একটি গুজব ছড়ানো হয়েছে। বিজেপি শাসিত এই রাজ্যে তবলীগ জামাতকে বদনাম করার জন্য রাজেশ সরং নামের এক ব্যক্তি স্পেশ্যাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ কমিশনারের চিঠি কাটছাঁট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই মামলার তদন্তে নেমে রাজেশকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত রাজেশ সারং বরোদার মঞ্জালপুরের বাসিন্দা। তিনি স্পেশ্যাল ব্রাঞ্চের অতিরিক্ত কমিশনারের একটি চিঠি কাটছাঁট করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তিনি চিঠিতে কাটছাঁট করে লেখেন, ‛নিজামুদ্দিন মারকাজ ১৩ মার্চ ২০২০ প্রায় ২৫০০ করোনা পজিটিভ মুসলিম বিদেশীকে একত্রিত করেছিল এবং সন্ত্রাসী আক্রমণ হিসেবে এই রোগ ছড়াতে তাঁদের ভারতের বিভিন্ন রাজ্যে পাঠিয়েছে।’

ওই পোস্টে আরও উল্লেখ করা হয় যে, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের মুসলিম বিক্রেতাদের কাছ থেকে শাকসবজি এবং ফলমূল কেনা উচিত নয়। পোস্টটিতে আরও বলা হয়, করোনো পজিটিভ মুসলমানরা তাদের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অংশ হিসাবে এই রোগ ছড়াতে নির্দিষ্ট সম্প্রদায়ের এলাকার রাস্তায় থুতু ফেলছে।

ইন্সপেক্টর বিবি বারাদ বলেন, চিঠিটি এমনভাবে কাটছাঁট করে সম্পাদনা করা হয়েছে, যাতে এটি অরিজিনাল দেখাচ্ছে। বারাদ বলছিলেন, ‛বৃহস্পতিবার, পোস্টটি ভাইরাল হওয়া ডিভাইসের আইপি লগ অ্যাড্রেসের সাহায্যে রাজেশকে তাঁর বরোদার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বারাদ জানান, রাজেশ একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং তিনি বরোদায় একটি মোবাইল মেরামত করার দোকান চালান।

 

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।

আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন

Leave a Reply

error: Content is protected !!