Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

জামাতের বিরুদ্ধে অপপ্রচার! প্রতীক ভরদ্বাজ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তবলীগ জামাতের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়িয়ে গ্রেফতার হলেন এক ব্যক্তি। হরিয়ানার জমুনানগর থেকে প্রতীক ভরদ্বাজ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তি হাসপাতাল থেকে করোনা আক্রান্ত দুই জামাত সদস্য পালিয়েছে বলে ফেসবুকে গুজব ছড়িয়ে ছিলেন। ফেসবুকে তাঁর পোস্ট দেখে গোটা জেলা উত্তাল হয়ে উঠেছিল এবং অনেকেই না জেনেবুঝে জামাতকে গালিগালাজ দিচ্ছিল।

প্রতীক ভরদ্বাজের গ্রেফতারের খবর নিজেদের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে জানিয়েছে জমুনানগর পুলিশ। পুলিশের তরফে ট্যুইট করে লেখা হয়, ‛জমুনানগর জেলায় দু’জন করোনা আক্রান্ত রোগী পালিয়েছে বলে ফেসবুকে পোস্ট করা ব্যক্তি প্রতীক ভরদ্বাজ গ্রেফতার।’ উল্লেখ্য, জমুনানগরের অধিকাংশ জামাত সদস্যেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। এমনকি করোনা পজিটিভ ব্যক্তির সঙ্গে জামাতে যাওয়া ১৪ জনের রিপোর্টও নেগেটিভ এসেছে।

 

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।

আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন

Leave a Reply

error: Content is protected !!