দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমের গোয়ালপাড়া জেলখানার ডিটেনশন ক্যাম্পে বন্দি থাকা এক বন্দির মৃত্যুর খবরে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে নরেশ্বর কোচ (৫০) নামের ওই বন্দির।
গোয়ালপাড়া জেলার মরনৈ থানার তিনকোনিয়া পাড়ার বাসিন্দা ছিলেন নরেশ্বর। ২ বছর আগে তাঁকে ডিটেনশন ক্যাম্পে আটক করা হয়। তাঁর স্ত্রী জিমি কোচ জানিয়েছেন, তাঁরা ডি–ভোটারের বিষয়ে কিছুই জানতেন না। ফরেনার্স ট্রাইব্যুনাল একতরফা ভাবে তাঁর স্বামীকে বিদেশি বলে ঘোষণা করে।
অসমে ডিটেনশন ক্যাম্পে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯। এরমধ্যে ২৮ জনেরই মৃত্যু হয়েছে ২০১৬ সালে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কোথাও কোনও ডিটেনশন ক্যাম্প নেই। নরেশ্বরের মৃত্যু বুঝিয়ে দিল মোদীর কথা কতটা অসার।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন