দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দুর্ভিক্ষের কথা মনে করিয়ে দিচ্ছে করোনা ভাইরাস। এমনই মন্তব্যে ভাইরাল আগ্রার রাম বাগ এলাকার একটি রাস্তার ভিডিও। তাজমহল থেকে যার দূরত্ব মাত্র ছ’কিলোমিটার। সেখানকার একটি ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রাস্তা দিয়ে যাওয়ার সময় উল্টে যায় দুধের গাড়ি। গোটা রাস্তা দিয়ে নদীর মতো বয়ে যায় দুধ। সেই বয়ে যাওয়া দুধ চেটে খায় মানুষ ও পাঁচটি কুকুর। কিছুক্ষণ পর একটি মাটির পাত্র নিয়ে এসে রাস্তা থেকে দুধ তুলে নেন ওই পথচারী। আগ্রার রামবাগ চৌহারের রাস্তায় তোলা হয়েছে এই ভিডিওটি।
কমল খান নামের এক ব্যক্তি কয়েক সেকেন্ডের একটি ভিডিও ট্যুইট করেছেন। তাতে দেখা যাচ্ছে, রাস্তার অনেকটা জায়গা জুড়ে পড়ে রয়েছে দুধ। পড়ে থাকা সেই দুধ চেটে খাচ্ছে কয়েকটি কুকুর। পাশে এক ভবঘুরে একটি মাটির ঘটিতে সেই পড়ে থাকা দুধ কাচিয়ে তুলছেন।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন