নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : ফের ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি নির্বাচিত হলেন মনসা সেন। শনিবার কেন্দ্রীয় সভাপতি ডা. এসকিউআর ইলিয়াস, কেন্দ্রীয় সম্পাদক সীমা মহসিন, কেন্দ্রীয় সহ সভাপতি ডাঃ রইসুদ্দিনের উপস্থিতিতে পার্টি সদস্যদের ভোটে মনসা সেন সভাপতি নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হয়ে মনসা সেন জানান, মূল্যবোধ ছাড়া মানুষের রাজনৈতিক মুক্তি নেই। আমরা সেই মূল্যবোধের প্রচার করছি।
এদিকে দলীয় নির্বাচন উপলক্ষ্যে রাজ্যে এসেছেন ড. এসকিউআর ইলিয়াস। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান, দলটির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান। জানা গেছে, ১ নভেম্বর সকাল ১১ টায় সাংবাদিক সম্মেলন করে বিকেলে রাজ্যের বুদ্ধিজীবীদের সঙ্গে মিলিত হবে ডা. ইলিয়াস ও সীমা মহসীন। সন্ধ্যায় কলকাতার নেতা, কর্মী ও বিশিষ্টজনদের নিয়ে বৈঠক আছে। কিন্তু আগামী বিধানসভায় কত আসনে প্রার্থী দেবে ওয়েলফেয়ার পার্টি?
দলটির কেন্দ্রীয় সভাপতি এস কিউ আর ইলিয়াস বলেন, সংগঠনের মজবুতিকরণ, মানুষের পাশে দাঁড়ানো এইসব নিয়ে কর্মীরা ব্যস্ত। সাম্প্রদায়িক ও জনবিরোধী যেকোন নীতির বিরুদ্ধে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই হবে। কিন্তু নির্বাচনে কত আসনে লড়াই হবে তা সাংগঠনিকভাবে এখনো ঠিক হয়নি। নির্বাচন কমিশনের দিনক্ষণ ঘোষণার পরেই আপনারা জানতে পারবেন।