Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ঘোড়াকে গেরুয়া রঙে রাঙিয়ে ঘোরালো বিজেপি, অভিযোগ দায়ের করল বিজেপি নেত্রীরই এনজিও

ইনদৌর, ২১ আগস্ট: একটি ঘোড়ার গায়ে বিজেপির পতাকা এঁকে তাকে ঘোরানো হল সারা শহর। খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এমপি তথা বিজেপি নেত্রী মানেকা গান্ধীর এনজিও। ঘটনাটা ঘটেছে মধ্যপ্রদেশের ইনদৌর শহরে।

গত বৃহস্পতিবার শাসকদলের জন আশীর্বাদ যাত্রা উপলক্ষ্যে একটি ঘোড়ার পুরো শরীর গেরুয়া ও সবুজ রঙে রঞ্জিত করা হয়। তার পর তার গায়ে এঁকে দেওয়া হয় পদ্মফুল। উলম্ব ভাবে লিখে দেওয়া হয় বিজেপি। গলায় ঝুলিয়ে দেওয়া হয় বিজেপির ছাপা স্কার্ফ। তার পর তাকে ইনদৌর শহরের বেশ কিছু জায়গায় ঘোরানো হয়।

 

Leave a Reply

error: Content is protected !!