দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে প্রবল আলোড়ন ছড়াল। এনডিএ দখলে থাকা মনিপুরের রাজনৈতিক ক্ষমতার বিন্যাস পরিবর্তন হয়ে গিয়েছে। যে কোনও সময়ে বিজেপি জোট সরকারের পরিবর্তন হতে চলেছে। রাজ্যটির একের পর এক বিধায়ক পদ্মফুল ছেড়ে হাতে ভরসা রাখতে শুরু করেছেন। ফলে বিধানসভায় সরকার সংখ্যালঘু হয়ে ক্ষমতা হারানোর দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করতে পারেন বলেই খবর। ফের ক্ষমতায় আসতে চলেছেন ওকরাম ইবোবি সিং। ৬০ সদস্যের বিধানসভা আসনে গত নির্বাচনে একক বৃহত্তম দল হয় কংগ্রেস। কিন্তু এনপিপি ও আরও কয়েকটি দলকে নিয়ে জোট করে ক্ষমতায় আসে বিজেপি। বিধায়করা জোট ছেড়ে কংগ্রেস শিবিরে ঢুকতে শুরু করেছেন। ফলে বিরোধী আসনে থাকা কংগ্রেস ফের সরকার গড়ার দিকে এগিয়ে। মনে করা হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে মনিপুরে।