Thursday, February 6, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

শরীর ছুড়ে মণীশ পাণ্ডের দুরন্ত ক্যাচ, টুর্নামেন্টের সেরা বলছেন বিশেষজ্ঞরা

দৈনিকসমাচার, স্পোর্টস ডেস্ক : রবিবার শারজায় মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তেমনই আর একটি ক্যাচ ধরলেন মণীশ পাণ্ডে। সন্দীপ শর্মার স্লোয়ার লং অনে তুলে মেরেছিলেন ঈশান কিষাণ। মণীশ পাণ্ডে শরীর ছুড়ে তা তালুবন্দি করেন। তাঁর ক্যাচ দেখে কিরণ মোরে থেকে মাইকেল স্ল্যাটার উচ্ছ্বসিত। মণীশের ক্যাচকে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা ক্যাচ বলে উল্লেখ করছেন তাঁরা।

 

 

Leave a Reply

error: Content is protected !!