দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের পদ্ম-শিবিরে ভাঙন। রবিবার ওন্দা, রতনপুর ও তালডাংরার সাতমৌলি অঞ্চলের বেশ কিছু বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দিলেন। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, এদিন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সহ সভাপতি পিনাকী দাসের নেতৃত্বে রতনপুর এলাকার ১১ জন ও ওন্দায় বিশ্বজিৎ মাহাতো সহ আরো ৮ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
বাঁকুড়ায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের প্রাক্তন বাঁকুড়া জেলা সভাপতি, বিধায়ক অরুপ খাঁ। অন্যদিকে তালডাংরার সাতমৌলি গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা ও দলের অন্যতম জেলা সম্প্রসারক তোতন লায়েকের নেতৃত্বে সুকুমার লায়েক জেলা তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখার্জীর হাত ধরে তাদের দলে যোগ দেন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন