দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী আবাস যোজনায় বড়সড় আর্থিক কেলেঙ্কারি প্রকাশ্যে এল। সিবিআই ইতিমধ্যেই এই আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দেওয়ান হাউজিং ফিনান্স লিমিটেড (ডিএইচএফএল)–এর মালিক ও সম্পর্কে দুই ভাই কপিল ও ধীরাজ ওয়াধাওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দুই ভাই ১১ হাজার ৭৫৫ কোটি টাকার ভুয়ো হোম লোন অ্যাকাউন্ট তৈরি করে ভারত সরকারের কাছ থেকে ১৮৮০ কোটি টাকা সুদ হাতিয়ে নিয়েছে।
সকলের জন্য আবাসন নিশ্চিত করার উদ্দেশে ২০১৫ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প পথ চলা শুরু করেছিল। এই প্রকল্পের আওতায় আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য বার্ষিক ৩ থেকে ৬.৫ শতাংশ হারে হোম লোন দেওয়ার কাজ শুরু হয়েছিল। ভর্তুকির টাকা যেত ঋণদানকারী সংস্থা ডিএইচএফএলের অ্যাকাউন্টে। সেখানেই আর্থিক গরমিল করে সংস্থাটি।