Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

১০০ দিনের টাকা মেরে গরিবের পেটে লাথি মারছে মোদী সরকার : সেলিম

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০২১-এর ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গকে ১০০ দিনের কাজের প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে মোদী সরকার। এই ব্যাপারে সিপিএমের রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম দলের অবস্থান স্পষ্ট করেছেন। সেলিমের বক্তব্য, গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে। কেন্দ্র ও রাজ্য দুই সরকারই এই পরিস্থিতির জন্য দায়ী।

কেন্দ্রীয় সরকারের অভিযোগ, বাংলায় এই প্রকল্পে বড় অঙ্কের দুর্নীতি হয়েছে। হালে ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ১০০ দিনের প্রকল্প নিয়ে মোদী সরকারের টাকা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্র টাকা না দেওয়াতেই বহু মানুষ নিজের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন।

সেলিম বলেন, ‛এই প্রকল্পে সীমাহীন দুর্নীতি হয়েছে কোনও সন্দেহ নেই। কিন্তু কেন্দ্রীয় সরকার চোর না ধরে মজুরদের ন্যায্য প্রাপ্য আটকে দিয়েছে।’ তার কথায়, ‘এই সিদ্ধান্ত অনৈতিক, অমানবিক।’ তিনি বলেন, ‘রেশন দোকানের মালিক চুরি করলে কি দোকানটাই বন্ধ করে দেওয়া যায়? ১০০ দিনের প্রকল্পে চুরি হয়েছে, কে না জানে। কিন্তু কেন্দ্রীয় সরকার চোর ধরছে কই!’ তাঁর কথায়, ‘মোদী সরকার আসলে প্রকল্পটা তুলে দিতে চাইছে।’

Leave a Reply

error: Content is protected !!