Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

সংবাদমাধ্যমের উপর হামলা, প্রধান বিচারপতিকে চিঠি লিখে হস্তক্ষেপ চাইল সাংবাদিকদের ১৬টি সংগঠন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবরে নিউজ ক্লিকের সঙ্গে চিনের যোগ নিয়ে প্রশ্ন ওঠার পর প্রথমে ইডি, পরে দিল্লি পুলিশ নিউজ ক্লিকের দফতরে হানা দেয়। মঙ্গলবার ভোর থেকে দিল্লি পুলিশের স্পেশাল সেল নিউজ ক্লিকের সঙ্গে যুক্ত সাংবাদিকদের বাড়িতে হানা দেয়। তার পরে তাদের দফতর সিল করা হয়। দিল্লি পুলিশ সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ইউএপিএ-র বিভিন্ন ধারায় মামলা করেছে। অভিযোগ, চিনের সংস্থা থেকে টাকা নিয়ে ওই সংবাদমাধ্যম চিনের হয়ে প্রচার চালিয়েছে। নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। তাঁদের দিল্লির আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের বাড়িতে হানা, সংবাদমাধ্যমের উপরে হামলার ঘটনায় সাংবাদিকদের ১৬টি সংগঠন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখে তাঁর হস্তক্ষেপ চেয়েছেন। প্রেস ক্লাব অব ইন্ডিয়া, ডিজিপাব নিউজ় ইন্ডিয়া ফাউন্ডেশন, ইন্ডিয়ান উওমেন প্রেস কোরের মতো সংগঠনগুলি এই চিঠি লিখেছে। চিঠিতে তারা জানিয়েছে, সাংবাদিকতাকে সন্ত্রাসবাদ বলে কাঠগড়ায় তোলা যায় না। দেশের বড় সংখ্যক সাংবাদিক শাস্তির ঝুঁকির মুখে কাজ করছেন। সংবিধানের কাছে সকলে দায়বদ্ধ— এই মৌলিক সত্য নিয়ে বিচারবিভাগকে ক্ষমতার মোকাবিলা করতে হবে। সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নন। কিন্তু তাঁদের ভয় দেখানো সমাজের গণতান্ত্রিক কাঠামোয় প্রভাব ফেলে। উল্লেখ্য, নিউজ ক্লিকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, চিনের কোনও ব্যক্তি বা সংস্থার নির্দেশে তারা কোনও সংবাদ প্রকাশ করেনি। চিনের হয়ে তারা প্রচারও চালায়নি। বিদেশ থেকে সংস্থায় যে লগ্নি এসেছে, তা রিজ়ার্ভ ব্যাঙ্কের অনুমোদন নিয়ে আইন অনুযায়ী ব্যাঙ্কের মাধ্যমেই এসেছে।

Leave a Reply

error: Content is protected !!