Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

আমি করোনা নিয়ে আগেই সতর্ক করেছিলাম, মিডিয়া হেসে উড়িয়ে দিয়েছিল : রাহুল

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কোভিড সংকটের ব্যাপারে আমি আগে থেকে সতর্ক করেছিলাম। তখন মিডিয়া আমার কথা হেসে উড়িয়ে দিয়েছিল। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, ‛আমি আগেই বলেছিলাম, কোভিড ১৯ অতিমহামারীতে আমাদের দেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।’

মিডিয়ার উদ্দেশে তিনি বলেন, ‛আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে শুনবেন না। আজ আমি বলছি, আমাদের দেশ তরুণদের চাকরি দিতে পারবে না। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, আর ছ’-সাতমাস অপেক্ষা করুন। তারপর দেখুন কী হয়।’

তাঁকে প্রশ্ন করা হয়, কেন দেশে চাকরির সংকট সৃষ্টি হবে? তিনি বলেন, ‛আমাদের দেশে ৯০ শতাংশ চাকরি সৃষ্টি হয় অসংগঠিত ক্ষেত্রে। মোদী সরকারের নীতির জন্য সেই ক্ষেত্র শেষ হয়ে গিয়েছে।’ তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদী পুরো সিস্টেমটাই ধ্বংস করে দিয়েছেন।

 

 

Leave a Reply

error: Content is protected !!