দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের মেইনস্ট্রিম মিডিয়া ও মুসলিম বিদ্বেষীরা সমাজে লাগাতার ভাইরাস ছড়ানোর কাজ করে যাচ্ছে, যা করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক। তাঁদের সেই ভাইরাস এইবার পৌঁছে যাচ্ছে শিশুদের মনেও। লেখক, ফিল্ম পরিচালক অবিনাশ দাসের একটি ট্যুইট থেকে শিশুমনে বিদ্বেষ ছড়ানোর বিষয়টি পরিস্কারও হয়ে গিয়েছে।
भारत की समस्या सचमुच गंभीर है। अभी @ABPNews पर @RubikaLiyaquat इस शोध में जुटी हैं कि रामायण में कोरोना वायरस का ज़िक्र है या नहीं! सुबह @romanaisarkhan तबलीग़ी जमात पर उलझी हुई थीं!! अभी हमारी रिश्तेदारी में छह साल की बच्ची फ़ोन पर बता रही थी कि दाढ़ी वाले कोरोना फैला रहे हैं!!! https://t.co/BdI6NFMhQt
— Avinash Das (@avinashonly) April 21, 2020
অবিনাশ ট্যুইট করে দাবি করেছেন যে, তাঁর এক আত্মীয়ের ৬ বছরের ছোট মেয়ে তাঁকে ফোনে কথা বলার সময় বলেছে কাকু, দাড়িওয়ালা লোকেরা করোনা ছড়াচ্ছে! ট্যুইটারে তিনি আরও লেখেন, ‛ভারতের সমস্যা সত্যিই অদ্ভুত! এখন এবিপি নিউজের রুবিকা লিয়াকত রামায়নে করোনা ভাইরাসের ব্যাপারে বলা হয়েছে কিনা তা খুঁজতে ব্যস্ত।’
Support Free & Independent Journalism