Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মোদীর সঙ্গে হাত মিলিয়ে ফল ভুগছেন মেহবুবা! ফের আটক তিনি, গৃহবন্দি মেয়ে ইলতিজাও

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এ যেন পাপের ফল! যে মেহবুবা মুফতি একদা বিজেপির সঙ্গে জোট করে জম্মু কাশ্মীরে নিয়ে গিয়েছিলেন, সেই তাঁকে ফের বন্দি করা হয়েছে। গৃহবন্দি করা হয়েছে তাঁর মেয়েকেও। নিজেই ট্যুইট করে একথা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

শুক্রবার সকালে নিজের ট্যুইটার হ্যান্ডলে মেহবুবা লেখেন, ‘ফের বেআইনি ভাবে আটক করা হয়েছে আমায়। গত দু’দিন ধরে পুলওয়ামায় ওয়াহিদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছিল না জম্মু ও কাশ্মীর প্রশাসন। বিজেপির মন্ত্রী এবং তাঁদের অনুচরদের কাশ্মীরে অবাধ বিচরণের অনুমতি রয়েছে। শুধু আমার বেলাতেই নিরাপত্তার দোহাই’।

 

Leave a Reply

error: Content is protected !!