নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কিশোরনগর : কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও স্থানীয় যুবকদের নিয়ে সংগঠিত ‛মেটিয়াব্রুজ ইউথ’ আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। এ দিন সুন্দরবনের কিশোর নগর এলাকায় অভাবগ্রস্ত অসহায়দের হাতে ১০০০ ত্রান সামগ্রী, ৩০০ স্যানিটারি প্যাড ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরন করেন তাঁরা।
ত্রান সামগ্রী বিতরনের পর একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করে ওষুধপত্র দেওয়া হয়। লকডাউন চলাকালীন সময়ে মেটিয়াব্রুজ ইউথের সদস্যরা ত্রান সামগ্রী বিতরণ করেছিলেন। মেটিয়াব্রুজ, গার্ডেন রিচ ও সংলগ্ন এলাকার মানুষেরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে চাকরি হারিয়েছেন। সম্প্রতি আম্ফানের কবলে পড়ে এখন পশ্চিমবঙ্গ বিধ্বস্ত।
মেটিয়াব্রুজ ইউথের সদস্যরা বলেন, আমাদের বেশিরভাগ সদস্যই কলেজ বিশ্ববিদ্যালয় ও স্থানীয় যুবকরা। স্থানীয় জনগণের সাহায্যে এই সংকটকালে আমরা অভাবগ্রস্ত অসহায়দের সাহায্য করছি। এই মহৎ কাজে ছেলে মেয়ে একসাথে মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। সুন্দরবন পরিদর্শনকারীরা বলেন, বিধ্বংসী আমফান ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে