দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গত দশ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মেটিয়াব্রুজের ছাত্র সংগঠন মেটিয়াব্রুজ ইউথ আমফান-আক্রান্ত অঞ্চলে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। সরকারের সমস্ত দাবি সত্ত্বেও, হাজার হাজার মানুষ এখনও ত্রাণ সহায়তা বঞ্চিত এবং তাদের জীবনের প্রয়োজনীয় সামগ্রী নেই। সবাই আশা করে যে, বড় আকারের সামাজিক ও কল্যাণমূলক সংস্থাগুলি ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে, যা লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার ব্যবস্থা করবে।
সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল এবং মানুষের মধ্যে ওষুধ বিতরণ করা হয়। মেটিয়াব্রুজ ইউথের সঙ্গে যুক্ত যুবকদের কৃতিত্বের দেদার প্রশংসা করা হচ্ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই লকডাউনে মানবতার সেবা করছে। এই শিক্ষার্থীদের কথায়, লকডাউনের মাঝে শিক্ষামূলক কার্যক্রম সীমাবদ্ধ, ক্লাস চলছে না। তাই আমরা শিক্ষামূলক কার্যক্রম সহ জনসেবা করছি।
দলটির সদস্যরা জানিয়েছেন, এবার দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মহিলাদের জন্য খাবারের প্যাকেট, কাপড়, স্যানিটারি প্যাড এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে ১০০০ জনের মধ্যে। দলের সদস্যদের মধ্যে রয়েছেন তৌসিফ খান, এসকে মাহি , আল-দীন, মুদাসছর নজর, সাইফ আলী, গোলাম মোস্তফা, সাফদার আলী, মোহাম্মদ ইস্রায়েল, সৈয়দ আলী রিজভী, মাহফিল আহমেদ, ড্যানিশ শাহাব খান, মোহাম্মদ জুনায়েদ, আলী আসিফ, এমডি শাদাব, মোহাম্মদ আদিল, নূর আল-আবরার, শাহিনা নাসিম, নূর মহেশ সাবা খান আফরিন আনসারী, তাহরীণ নাজ, কায়নাত তৌহিদ, আমরিন ফাতিমা, কালব রাজা, গুলশান বানো, ফিরদৌস, সাকিব, জিশান, হিলাল আব্বাস, উমর ফারুক, ফাতিমা ফারিন আনসারী ও পামি আনসার প্রমুখ।
এবার অনেক ফসল নষ্ট হয়ে গেছে। অনেক অঞ্চলের গ্রাউন্ড সংযোগ কেটে দেওয়া হয়েছে। নদীর বাঁধ ভেঙে গেছে। মেটিয়াব্রুজ ইয়ুথ ফোরামের মিডিয়া সমন্বয়ক আফরিন আনসারী বলেছেন, আমাদের দলটি লকডাউন চলাকালীন দরিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। তিনি বলছিলেন যে, অঞ্চলের মানুষ আমাদের সহায়তা ও উৎসাহ দিচ্ছেন। আমরা রিলিফের জন্য একটি অ্যাকাউন্ট নম্বরও প্রকাশ করেছি, যা আমাদের মেটিয়াব্রুজ ইউথ ফেসবুক পেজে পাওয়া যাবে।