Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

জম্মু-কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার! সরানো হচ্ছে ৭২ কোম্পানি বাহিনী, সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের আগেই উপত্যকায় পাঠানো হয়েছিল অতিরিক্ত বাহিনী। তারপর ৩৭০ ধারা প্রত্যাহারের পর আইনশৃঙ্খলা বজায় রাখতে জম্মু ও কাশ্মীরে ফের মোতায়েন হয়েছিল অতিরিক্ত সেনাবাহিনী। সেখান থেকে এইবার ৭২ কোম্পানি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের প্রথম দিকেই ২০ কোম্পানি বাহিনী প্রত্যাহার করা হয়েছে উপত্যকা থেকে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ৭২ কোম্পানি কেন্দ্রীয় স্বশস্ত্র পুলিশ বাহিনীর প্রতিটি কোম্পানিতে ছিলেন ১০০ জন পুলিশকর্মী। জানা গিয়েছে, এই ৭২ কোম্পানি বাহিনীর মধ্যে ছিল ২৪ কোম্পানি আধা সামরিক বাহিনী, ১২ কোম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ, ১২ কোম্পানি ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি, ১২ কোম্পানি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ ও ১২ কোম্পানি সশ্বস্ত্র সীমা বল বা এসএসবি।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!