Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ট্রেন না কবরস্থান? যোগীরাজ্যে ট্রেনের শৌচাগারে মিলল পরিযায়ী শ্রমিকের দেহ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশের ঝাঁসি স্টেশনে ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার হল ভিন রাজ্যের শ্রমিকের মৃতদেহ। বুধবার মৃতদেহটি উদ্ধার হলেও তা রেলের তরফে শুক্রবার জানানো হয়। জানা গিয়েছে, প্রায় পাঁচদিন ওভাবেই শৌচাগারে পড়ে ছিল দেহটি।

রেল সূত্রে খবর, দেহটি মোহন লাল শর্মা নামের ৩৮ বছর বয়সী এক শ্রমিকের। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের বাস্তিতে। মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতেন মোহন। কিন্তু লকডাউনের ফলে কাজ চলে যায় তাঁর। ফলে রাজ্যে ফেরার চেষ্টা করেন তিনি।

রেলের তরফে জানানো হয়েছে, গোরক্ষপুর থেকে ট্রেন ফেরার পরে সব কামরা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করছিলেন কর্মীরা। তখনই একটি কামরার শৌচালয় থেকে দেহ উদ্ধার হয়। অথচ ওই কামরাটি বন্ধ ছিল। অর্থাৎ ওই কামরায় কারও ওঠার কথা নয়। সেখানে কী ভাবে মোহন গেলেন সেটাই বুঝতে পারছেন না রেলের আধিকারিকরা।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!