দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ঝাড়খণ্ডের সন্ত্রাস দমন শাখা গত বছরের সেপ্টেম্বর মাসে জামশেদপুর থেকে মাওলানা কালিমুদ্দিন মাজাহিরি নামে এক আলেমকে গ্রেফতার করার পর দাবি করেছিল আল তায়দার মাথার সঙ্গে তিনি যুক্ত। কিন্তু প্রায় একবছর জেলবন্দি থাকার পর ঝাড়খণ্ড হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে জানিয়ে দিল, তাঁর বিরুদ্ধে কোনও আল কায়দা যোগ বা নাশকতার প্রমাণ না মেলায় জামিন দেওয়া হল।
বিচারপতি কৈলাস প্রসাদ দেও-এর গঠিত বেঞ্চের দেওয়া রায়ে ব লা হয়েছে মাওলানা কালিমুদ্দিন মাজাহিরির বিরুদ্ধে না কোনও প্রমাণ পাওয়া গেছে আল কায়দা সংযোগের, আর না তদন্তকারী অফিসাররা তাঁর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে পেরেছেন। তাঁকে আল কায়দা নাশকতার জন্য কোনও অর্থ দিয়েছে তারও কোনও প্রমাণ নেই।
এমনকী বেআইনি কাজকর্ম করে এমন কোনও সংগঠনের সঙ্গেও তার কোনও যোগ পাওয়া যায়নি। তার বিরুদ্ধে সৌদি আরব, গুজরাত, উত্তরপ্রদেশে যাওয়ার অভিযোগ আনা হয়। কিন্তু তিনি যে সৌদি আরবে হজে গিয়েছিলেন ভারত সরকারের অনুমোদন নিয়ে সেকথা আদালতে জানানো হয়।