দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নামাজ চলাকালীন ইসলাম বিরোধী কট্টর জঙ্গিদের মসজিদে হামলায় মারা গেলেন ইমাম সহ ৫ মুসল্লি। সেই সঙ্গে জঙ্গিরা আরও ৪০ জন মুপল্লিকে অপহরণ করে নিয়ে গেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নাইজেরিয়া’র উত্তর-পশ্চিম দিকে অবস্থিত জামফারা প্রদেশে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানান গিয়েছে, নাইজেরিয়ার স্থানীয় সময় শুক্রবার রাতে নামাজ পড়ার জন্য জামফারা প্রদেশের মারু জেলার দুতসেন গারি গ্রামের একটি মসজিদে জড়ো হয়েছিলেন ওই এলাকার প্রায় ১০০ জন মানুষ। সেসময় তীব্র মুসলিম বিরোধী একদল জঙ্গি আচমকা সেখানে হামলা চালায়। তারপর এলোপাথাড়ি গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে। আর ৪০ জন মানুষকে অপহরণ করে একটি বাসে চাপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্ৰেফতার করতে পারেনি। উদ্ধার করা যায়নি অপহৃতদেরও।