দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পাক গুপ্তচরকে ভারতীয় সেনার তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার হলেন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কর্মী মহেশ কুমার। সেনাবাহিনী সম্পর্কিত তথ্য ফেসবুকে আলাপ হওয়া এক মহিলাকে জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাক মিলিটার এজেন্সির হানি-ট্র্যাপের খপ্পরে ওই ব্যক্তি পড়ে যান বলে জানা গিয়েছে পুলিশ। বুধবার রেওয়ারির ধারুহেরা বাসস্ট্যান্ড থেকে ২৮ বছরের মহেশ কুমারকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স। জয়পুর যাওয়ার জন্য বাসে উঠতে যাচ্ছিলেন মহেশ কুমার। সেনাবাহিনীর গোয়েন্দা দফতর থেকে খবর পেয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কর্মী হলেও মহেশ মিলিটারি নন, সিভিলিয়ান। জয়পুরের আর্মি ব্রিগেড সম্পর্কিত বেশ কিছু তথ্য তিনি পাকিস্তানি গুপ্তচরকে পাচার করেন বলে জানা গিয়েছে। হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবর আসে যে মহেশ কুমার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতীয় সেনা সম্পর্কিত কিছু বিশেষ তথ্য পাক গুপ্তচর সংস্থার এক কর্মীর কাছে পাচার করেছে। এর পরেই তদন্তে নামে পুলিশ এবং মহেশ কুমারকে গ্রেফতার করে।
হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ডিআইজি সতীশ বালান জানিয়েছেন, ‘সেনা গোয়েন্দা সূত্রে আমরা খবর পেয়েছিলাম। প্রমাণ জোগাড় করার জন্য ওই ব্যক্তির ওপরে আমরা তিন দিন ধরে নজর রাখি। বুধবার রাতে ওকে গ্রেফতার করি এবং ওর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়।’ মহেশ কুমারের ফোন ফরেন্সিক অ্যানালিসিসের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।