Thursday, March 13, 2025
Latest Newsদেশ

জাতীয়তাবাদের নামে কাশ্মীরে লাখো মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে : প্রিয়াঙ্কা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীর ইস্যুতে মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন, জাতীয়তাবাদের নামে লাখো মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। ট্যুইটারে একটি ট্যুইট বার্তায় ওই মন্তব্য করেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা গান্ধী জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওই মন্তব্য করেন। তিনি বলেন, শেষমেশ আর কতদিন ধরে এসব চলবে?

গত শনিবার কাশ্মীরের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদলীয় এক প্রতিনিধিদল শ্রীনগর বিমানবন্দরে পৌঁছায়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাঁদেরকে বিমানবন্দরের বাইরে পা রাখতে না দিয়ে দিল্লিতে ফেরত পাঠানো হয়।

রাহুল গান্ধীরা শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরার সময় বিমানে এক কাশ্মীরি নারী রাহুল গান্ধীকে তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরে কেঁদে ফেলেন। এ সংক্রান্ত এক ভিডিও শেয়ার করে প্রিয়াঙ্কা বলেন, উনি (কাশ্মীরি নারী) হলেন সেই লাখো লোকের মধ্যে একজন যাদেরকে জাতীয়তাবাদের নামে চুপ করানো ও চূর্ণ করা হচ্ছে।

তিনি বলেন, ‘কাশ্মীরে এখন যেভাবে গণতান্ত্রিক অধিকারগুলোকে খর্ব করা হচ্ছে, তার চেয়ে বড় রাজনীতি আর বড় জাতীয়তাবিরোধী কার্যকলাপ আর কিছু হতে পারে না।’

Leave a Reply

error: Content is protected !!