দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায় একের পর এক রাজ্যে মানুষের ক্ষোভ প্রকাশ্যে বেরিয়ে আসছে। এ শুধু আনুমানিক কথা নয়, বিভিন্ন রাজ্যের ভিডিও ফুটেজ অথবা ভাইরাল হওয়া ছবি দেখলেই তা সহজে বোঝা যাবে।
কয়েকদিন আগেই কেরলে প্রায় ৫ লক্ষ লোকের জনসমাগম নজর কেড়েছিল সরকারের। এইবার হায়দরাবাদের মিছিলে দেখা গেল কোটি কোটি জনতাকে। অনুমান করা হচ্ছে প্রায় দেড় থেকে দুই কোটি লোক শনিবারের সমাবেশে হাজির হয়েছিল। রইল ভিডিও –