Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ইমাম আলীর দেখানো পথ! রোজা ভেঙে মৌমিতার সদ্যোজাত মেয়েকে রক্ত দিলেন মিসবাহ

নিজস্ব চিত্র

সামাউল্লাহ মল্লিক, দৈনিক সমাচার, কলকাতা : রমজান মাস চলছে। নিষ্ঠা ভরে রোজা রেখেছিলেন রিপন স্ট্রীটের মিসবাহ আহমেদ। কিন্তু শেষমেশ রাখতে পারলেন কই? দু’দিনের এক সদ্যোজাত বালিকাকে রক্ত দিতে মঙ্গলবার রোজা ভাঙলেন মিসবাহ। মৌমিতা বিশ্বাসের ওই সদ্যোজাত মেয়ে তাঁর ধর্মের নয়। কিন্তু তার জন্য মানবধর্ম পালন আটকায়নি।

করোনা সংক্রমনের জেরে দেশ তথা রাজ্যজুড়ে চলছে লকডাউন। ফলে ঘরে বসে মোবাইল টিপেই চলছে কমিউনিকেশন। আর রক্তের প্রয়োজন পড়লে সেভাবেই ডোনার খুঁজে দিচ্ছে ‛আপনজন সমন্বয়’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রূপ। গ্রুপের যাঁরা সদস্য, তাঁদের কেউ কেউ সরকারি-বেসরকারি সংস্থায় উচ্চপদে কর্মরত, কেউ এখনও পড়ুয়া, কেউ আবার তথ্যপ্রযুক্তকর্মী। অনেকে আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত।

এদিন সকালে ‛আপনজন সমন্বয়’ গ্রূপটি জানতে পারে, এনআরএসে ভর্তি একটি দু’দিনের মেয়ের জন্য ‛ও নেগেটিভ’ ব্লাড লাগবে। রিকুইজিশনের পাশে এনআরএস লিখে দিয়েছে ডোনার লাগবে। ‛আপনজন সমন্বয়’ তাঁদের রক্তভাণ্ডারের ডেটাবেস ঘেঁটে একই ব্লাডগ্রুপের দু’জন ব্যক্তিকে খুঁজে পায়। তাঁরা হলেন বালির শুভাশিস ও রিপন স্ট্রীটের মিসবাহ আহমেদ। এককথায় রাজি তাঁরা। আপনজনের পক্ষ থেকে ঠিক করা হয়, মিসবাহ যেহেতু কাছে থাকে তাই সেইই যাক। এমতাবস্থায় খবর পাওয়া যায় পেশেন্ট পার্টি এক ডোনার জোগাড় করে ফেলেছে এবং তাঁকে তুলতে চলে গেছে। মিসবাহকে না করে দেওয়া হয়।

কিছুক্ষণ পর ‛আপনজন সমন্বয়’কে খবর দেওয়া হয়, এনআরএসে কোভিড পজিটিভ পেশেন্ট থাকায় ডোনার রক্ত দিতে অসম্মত। আবার যোগাযোগ করা হয় মিসবাহর সাথে। কোনকিছু না ভেবেই রাজি হয়ে যায় মিসবাহ। সোজা হেঁটে হাসপাতালের পৌঁছে যায় সে। হাসপাতালে পৌঁছে দুটো কলা আর জল খেয়ে রোজা ভাঙে মিসবাহ। রক্ত দিয়ে আসে মৌমিতার পুঁচকে মেয়েকে।

কয়েকবছর আগে এমনই রমযান মাসের রোজা রেখেই রক্তদান করে শিরোনামে এসেছিলেন কলকাতার মেটিয়াব্রুজ এলাকার এক সাহসী যুবক ইমাম আলী মোল্লা। সেদিন সৃজিতার জন্য রক্তদান করে ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানবতার নজির গড়েছিলেন ইমাম। আজ মিসবাহ আহমেদও সেই ইমামের পথে চলে দেখিয়ে দিলেন মানবতা আজও বেঁচে আছে। ইমাম, মিসবাহরা বেঁচে থাকবে সবার হৃদয়ে।

এই সেই ইমাম

 

Support Free & Independent Journalism

1 Comment

  • মুসলিম তুমি যাই করো …..তেনার kকাছে ..তোমার মূল্য Only Zero……তবুও করো যেটা পারো …আদর্শটা তুলে ধরো.

Leave a Reply

error: Content is protected !!