দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পোস্টারের পর এবার বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সন্ধান চেয়ে লাগানো হল ব্যানার। আজ সকালে খড়গপুর লোকাল থানা মোড়, পুরাতন বাজার মোড়, কৌশল্যা মোড় খরিদা, গোলবাজার-সহ বিভিন্ন এলাকায় হিরণ চট্টোপাধ্যায়ের নামে ব্যানার দেখা যায়। ব্যানারের নীচে লেখা, সৌজন্যে খড়গপুর শহরের সাধারণ মানুষ। হিরণ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
৩ দিন আগে তালবাগিচা এলাকায় খড়গপুর সদরের বিজেপি বিধায়কের সন্ধান চেয়ে পোস্টার লাগানো হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। তার রেশ কাটার আগেই ফের বিজেপি বিধায়কের নামে দেখা গেল ব্যানার।
বিজেপি সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে এধরনের ‘নিখোঁজ’ বা ‘সন্ধান চাই’ জাতীয় পোস্টার বা ব্যানার এই প্রথমবার নয়। গতমাসেও, বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধেও একইভাবে এরকম পোস্টার দেখা গিয়েছিল জামুড়িয়ায়।
গতমাসের ২৩ তারিখ জামুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় বাবুল সুপ্রিয়র নামে নিখোঁজ-পোস্টার দেখতে পাওয়া যায়। সেখান বলা হয়, ভোটের পর থেকে আর, তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
জামুরিয়া নাগরিকবৃন্দের নাম করে এই পোস্টার দেওয়া হয়। যা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। এই পোস্টারের জন্য তৃণমূলকে দায়ী করে বিজেপি।
জামুরিয়ার বিজেপি নেতা রানা বন্দ্যোপাধ্যায় বলেন, কোন দল রাজনীতিতে দুর্বৃত্তায়ন কারা করে তা সবাই জানে। এর আগেও বাবুল সুপ্রিয়কে নিয়ে এধরনের প্রচার করা হয়েছিল, পরের নির্বাচনে মানুষ তার জবাব দিয়ে দিয়েছে।
অন্যদিকে, জামুরিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাধন রায় যাবতীয় অভিযোগ খারিজ করেন। তিনি বলেন, এই ধরনের কাজ আমরা করি না। যারা পোস্টার লাগিয়েছে, তাঁরে দেখেছে ইয়াস বা করোনা। কোনও সময়েই বাবুল সুপ্রিয়কে দেখা যায়নি। ৭ বছর সাংসদ, একবারও মানুষের পাশে দাঁড়ায়নি।
এ’বিষয়ে বাবুল সুপ্রিয়র কোনও প্রতিক্রিয়া মেলেনি। সেই সময় তাঁর আপ্তসহায়ক জানিয়েছিলেন, বাবুল মিটিংয়ে ব্যস্ত আছেন। এবারও, এখনও পর্যন্ত হিরণ চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।