দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্যের মহিলাদের জন্যে রুপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথি প্রকল্প সহ ইতিমধ্যে একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মহিলাদের আরও স্বনির্ভর করতে একেবারে নয়া একটি প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে ‘জাগো’ নামে নয়া প্রকল্পের সূচনা করা হয়েছে। নয়া এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এককালীন ৫ হাজার টাকা দেওয়া হবে। নয়া প্রকল্পের সুবিধা পেতে কোনও প্রশাসনিক ভবন কিংবা ঘরে ঘরে ঘুরতে হবে না গ্রাহককে। শুধুমাত্র ৭৭৭৩০০৩০০৩ নম্বরে একটা মিসড কলেই মিলবে নয়া এই প্রকল্পের সুবিধা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
এছাড়া JAAGO টাইপ করে মেসেজ পাঠিয়েও অনুদানের অবস্থা জানতে পারবেন গ্রাহকেরা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এককালীন ৫ হাজার টাকা বার্ষিক অনুদান হিসাবেই দেওয়া হবে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন