Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

করোনায় মরছে মানুষ, গায়েব বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা! ভোপালে ‘নিরুদ্দেশ’ পোস্টার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মধ্যপ্রদেশে করোনা সংক্রমণ সবথেকে বেশি ছড়িয়েছে রাজধানী শহর ভোপালে। এই শহরে আক্রান্তের সংখ্যা ১৪০০-র বেশি। এই কঠিন সময়ে দেখা মিলছে না ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের। তাই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ‘নিরুদ্দেশ’ পোস্টার পড়েছে। সমালোচনা শুরু করেছে কংগ্রেসও।

ভোপাল জুড়ে যে পোস্টার ছড়িয়েছে তাতে লেখা রয়েছে, “যখন ভোপালের বাসিন্দারা করোনা সংক্রমণের জেরে সমস্যায় পড়েছেন, তখন তাঁদের সাংসদকে কোথাও দেখা যাচ্ছে না।” মধ্যপ্রদেশে অবশ্য নেতা-মন্ত্রীদের নামে নিরুদ্দেশ পোস্টার এই নতুন নয়। চলতি মাসেই উপনির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ও তাঁর ছেলে নকুল নাথের বিরুদ্ধে ছিন্দওয়ারা এলাকায় নিরুদ্দেশ পোস্টার পড়েছিল।

এই মাসেই গোয়ালিয়রের চম্বল এলাকায় জ্যোতিরাদিত্যা সিন্ধিয়া, প্রাক্তন মন্ত্রী ইমারতি দেবী ও লক্ষ্মণ সিং যাদবের নামে নিরুদ্দেশ পোস্টার পড়েছিল। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামে পোস্টার লাগানোর অভিযোগে দুই স্থানীয় নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!