দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড সমাবেশ থেকে মমতাকে কটাক্ষ করে বলেছিলেন, ‘‘আপনার স্কুটি নন্দীগ্রামের দিকে টার্ন নিয়েছে। সেখানে যদি আপনার স্কুটি উল্টে যায় তা হলে আমরা আর কী করব। আমরা কিন্তু আপনার ভালই চাই।’’
প্রধানমন্ত্রীর ভাষা ও ভাষার ব্যবহার নিয়ে তাঁকে একহাত নিলেন জনপ্রিয় সাংবাদিক রবিশ কুমার। তিনি বলেন, যে ভাষার ব্যবহার করে তিনি প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছেন, সেই ভাষা ব্যবহার করেই তিনি নিজ পদের মাহাত্ম্য কমিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, যে মঞ্চে মোদী এহেন ভাষণ দিচ্ছেন সেই মঞ্চেই ‘জাত গোখরো’ হয়ে গেলেন মিঠুন চক্রবর্তী।
ডায়লগ যতই ফিল্মি হোক না কেন, ইঙ্গিত যে মমতার দিকেই তা নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি আরও একটি ডায়লগ ব্যবহার করে মমতাকে টার্গেট করেন। তিনি বলেন, ‛মারব এখানে, লাশ পড়বে শ্মশানে।’ মিঠুন বিজেপিতে গিয়ে ‘জাত গোখরো’ হয়ে গেছেন, না গেলে ইডির ভয়ে ভিজে বিড়াল হয়ে ঘুরতেন।