নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, বর্ধমান: রাজ্যজুরে তৃণমূল সরকারের ‛দুয়ারে সরকার’ প্রকল্পের কাজ চলছে। তার ফলে অনেক সুবিধা পেয়েছেন সাধারণ মানুষ বলে দাবি তৃণমূলের। আজ ‛দুয়ারে সরকার’ প্রকল্পের আয়োজন করা হয় বর্ধমান ২ নং ব্লকের নবস্থা ১ গ্রাম পঞ্চায়েতের নবস্থা উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে উপস্থিত হন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। এর পর তিনি শিক্ষার্থীদের দ্রুত স্কলারশিপ পেতে শিক্ষাশ্রী ফর্ম গুলিতে সেখানেই সই করে দেন। এতে খুশি হয় শিক্ষার্থীরা।