নিজস্ব প্রতিনিধি, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ: দীর্ঘদিন ধরে পাঁচ শতক জমি নিয়ে জমি নিয়ে বিবাদ চলছিল। বুধবার সেই জমি নিয়ে বচসায় জড়িয়ে খুন হন ইমরান হোসেন(৫৪) নামের এক ব্যক্তি। গুরুতর জখম হয়েছেন আরও দুই জন। ঘটনাটি ঘটেছে সামসেরগঞ্জ থানার ১৩ নম্বর ওয়ার্ড ফিল্ড পাড়া।
এবার সেই ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে সামসেরগঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভে বসলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম।
বুধবার সন্ধ্যা নাগাদ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে থানার সামনে বিক্ষোভে বসেন তিনি। ধর্ণায় সামিল হন তৃণমূলের ব্লক সভাপতি শহিদুল ইসলাম সহ অন্যান্যরা। ইমরান হোসেনের খুনিদের অবিলম্বে গ্রেফতার না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিধায়ক।