দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী আর মমতা দুই ‘ভাই – বোন’, মালদায় এসে এভাবেই আক্রমণ শানালেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী। এমনকী বিজেপির সঙ্গে মমতার আঁতাত রয়েছে বলেও দাবি করেন তিনি। প্রশ্ন তোলেন লোকসভা নির্বাচনে উত্তর মালদায় মৌসম বেনজির নুরের হারের কারণ নিয়েও। বৃহস্পতিবার মালদার মালতিপুরে মিম প্রার্থীর সমর্থনে সভা করেন তিনি।
ওয়েসী বলেন, ‘মোদী – মমতা আসলে ভাই বোন। নইলে সংসদে সিএএ পাশের সময় তৃণমূল সাংসদরা হাজির ছিলেন না কেন?’ মিমের বিরুদ্ধে মুসলিম ভোট ভাগের অভিযোগেরও জবাব দেন তিনি। বলেন, ‘২০১৯-এর লোকসভা নির্বাচনে তো মিম ছিল না। তাহলে মালদায় মৌসম নুর হারলেন কী করে? আসলে তৃণমূলের লোকেরাই বিজেপিকে ভোট দিয়েছিল। তাই হেরেছেন মৌসম।’
তাঁর বিরুদ্ধে বিজেপির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের জবাব দিতে গিয়ে ‘ভাইপো’-কে আক্রমণ করেন তিনি। বলেন, ‘তৃণমূল যদি প্রমাণ করতে পারে আমি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি তাহলে সেই টাকার ৯৯ শতাংশ ভাইপোকে দিয়ে দেব।’
ওয়েসীর দাবি, মমতার জমানায় পশ্চিমবঙ্গে দুর্নীতি চরমে পৌঁছেছে। মুসলিমদের কোনও কল্যাণ করেননি মমতা। বরং তাঁদের ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করেছেন। তাঁর প্রশ্ন, ‘২০০২ সালে গুজরাত দাঙ্গার সময় কেন চুপ ছিলেন তৃণমূলনেত্রী। তার পর ২০০৪ সালে কেন বিজেপির সঙ্গে জোট সরকারে সামিল হয়েছিলেন তিনি?’