দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী মোদীকে ‘কাশ্মীরের ড্রাকুলা’ আখ্যা দিয়ে তৈরি একটি পোস্টার ভুল ব্যাখ্যা দিয়ে প্রচার করা হচ্ছে। সোশ্যাল সাইটে দাবি করা হচ্ছে যে, কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের প্রতিবাদে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাকি এটা টাঙিয়েছে।
অজিত দোভাল ফ্যান ক্লাবের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে করা একটি ট্যুইটে বলা হয়, “সূত্রের খবর, ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই পোস্টারটি বানিয়েছে। যাদের ভাবনা-চিন্তা এত জঘন্য, তাদের শিক্ষা দিয়ে কী লাভ? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আমাদের অনুরোধ, যারা এমন কাজ করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।”
सूत्रों के अनुसार अलीगढ़ मुस्लिम यूनिवर्सिटी के छात्रों ने धारा 370 हटाने के विरोध में इस तरह के पोस्टर लगाए हैं।
क्या फायदा ऐसे लोगों को पढ़ाने का जिनकी सोच ऐसी जघन्य हो?
उप्र के मुख्यमंत्री श्री @myogioffice जी से निवेदन है कि जिन्होंने ये पोस्टर लगाए हैं उनका ठीक से इलाज हो pic.twitter.com/BhW19V57HO— Ajit Doval (@AjitKDoval_NSA) August 20, 2019
এবিষয়ে আলিগড় পুলিশ পাল্টা ট্যুইট করে জানিয়েছে, উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোনও পোস্টার কেউ দেয়নি।
सोशल मीडिया पर वायरल माननीय प्रधानमंत्री का बैनर पर लगे निंदनीय/अशोभनीय चित्र का अलीगढ़ पुलिस पूर्णतया खण्ड़न करती है ।#UPAgainstFakeNews pic.twitter.com/Ueg05ruCdZ
— ALIGARH POLICE (@aligarhpolice) August 20, 2019
পোস্টারটি লন্ডনে প্রতিবাদের
ফেসবুকে ‘মোদী ড্রাকুলা’ এই শব্দ দুটি বসিয়ে সার্চ করলে দেখা যায়, লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে ২০১৯ সালের ১৫ অগস্ট আয়োজিত প্রতিবাদের ভিডিওতে ওই পোস্টারটি ব্যবহার হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ১৫ অগস্ট লন্ডনের ভারতীয় হাইকমিশনের বাইরে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে প্রতিবাদীরা পাকিস্তান ও আজাদ কাশ্মীরের পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।