Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মোদি জমানায় এও এক রেকর্ড! রোজই রেকর্ড ভেঙে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রোজই আগের রেকর্ড ভেঙে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। যা বলা জেতেই পারে যে মোদি জমানায় এও এক রেকর্ড। গত সোমবার জ্বালানি তেলের দাম সর্বোচ্চ হয়েছিল। চার দিনের মাথায় সেই উচ্চতাও ছাপিয়ে গেল। আর বারবার এই দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। গত ২০ দিনে এই নিয়ে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম। আজ, ২২ জানুয়ারি ফের পেট্রোল, ডিজেলের দাম প্রতি লিটার ২২ থেকে ২৫ পয়সা বাড়ানো হয়েছে।

দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ৮৫.‌২০ টাকা থেকে বেড়ে হল ৮৫.‌৪৫ টাকা। মুম্বইতে এখন এক লিটার পেট্রোলের দাম ৯২ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৮৬.‌৮৭ টাকা। এক লিটার ডিজেলের দাম ৭৯.‌২৩ টাকা। চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দাম ৮৮.‌১৬ টাকা। বেঙ্গালুরুতে লিটার প্রতি পেট্রোলের দাম ৮৮.‌৩৩ টাকা।

বিশ্বের বাজার তেলের দাম বাড়লে এই দাম আরও চড়বে। তবে ভারতে জ্বালানির দাম বেশি হওয়ার কারণ উচ্চমাত্রার কর। এতে হয়ত সরকারের ঘরে অনেক বেশি পরিমাণ রাজস্ব আসে। কিন্তু সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যে ইতিমধ্যে টানা ৭২ ঘণ্টা বেসরকারি বাস ও মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছেন মালিকরা। ২৮ থেকে ৩০ জানুয়ারি, এই তিন দিন ধর্মঘট হবে বলে জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

error: Content is protected !!