দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা যোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী মোম জ্বালাতে, থালা বাজাতে বলছেন, সেনাকে দিয়ে ফুল ছড়িয়েছেন, কিন্তু পিপিই পেতেই মাসাধিক কাল লেগেছে। আসলে এসবই ছিল মেকি, লোকদেখানো। সুপ্রিমকোর্টে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের করোনা থেকে বাঁচানোর দায় ঝেড়ে ফেলল সরকার। স্বাস্থ্যমন্ত্রক সুপ্রিমকোর্টে জানাল, শেষ পর্যন্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের করোনা সংক্রমণ থেকে বাঁচার দায় তাদের নিজেদের। তার জন্য তাদের প্রশিক্ষণ নিতে হবে, বাঁচার জন্য যা যা দরকার তাদেরই করতে হবে।
হাসপাতালকে সংক্রমণ থেকে রক্ষার দায়িত্ব হসপিটাল ইনফেকশন কন্ট্রোল কমিটির। ১৫ মে জারি নির্দেশকায় ৭ থেকে ১৪ দিন করোনা রোগীর চিকিৎসার পর ১৪ দিন স্বেচ্ছা কোয়ারেন্টিনের নির্দেশ ছিল। সেই নির্দেশ প্রত্যাহারে নতুন নির্দেশিকা চ্যালেঞ্জ করে এক ডাক্তার সুপ্রিমকোর্টে মামলা করেছেন। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস কে কাউল এবং বিচারপতি এম আর শাহ-র আদালতে সেই মামলায় স্বাস্থ্যমন্ত্রক এই জবাব দিয়েছে।
আদালতে যথারীতি সরকারের হয়ে দাঁড়ান সলিসিটার জেনারেলে তুষার মেহতা এবং বলেন, পিপিই পরা সত্বেও ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন এর কোনও নিরেট প্রমাণ নেই। সব মনগড়া। কোয়ারেন্টিন প্রথা প্রত্যাহার প্রসঙ্গে কেন্দ্র আমেরিকার আটলান্টার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গাইডলাইনকে অজুহাত হিসাবে দেখাচ্ছে। কেন কেন সবচেয়ে খারাপ পরিস্থিতির দেশের গাইডলাইন মানা হবে, তারও কোনও ব্যাখ্যা নেই।