Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ফের ঢপ দিচ্ছে মোদী সরকার! চিঠিতে নতুন কিছুই নেই, দাবি কৃষকদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন আজ ২৭তম দিনে পড়ল। এই আবহে আন্দোলনের পরবর্তী রূপরেখা নিয়ে আজ ফের বৈঠকে বসেন আন্দোলনরত কৃষকরা। বৈঠকের পর ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে সরকারের উপর চাপ বাড়াতে বিহার সহ অন্য রাজ্যের কৃষকদের কাছেও আবেদন করেন তাঁরা। পাশাপাশি এদিন কৃষকরা বলেন, ‘কৃষকদের বোকা বানাতেই চিঠি পাঠায় কেন্দ্র।’

এদিকে কৃষি আইনের বিরোধিতায় বিরোধী দলগুলো সরকারের উপর চাপ বাড়িয়েই চলেছে। শিরোমণি আকালি দলকে সঙ্গে নিয়ে বিরোধীরা সংসদে জরুরি অধিবেশনের জন্যও সরকারের উপর চাপ বাড়াচ্ছে। কৃষি আইনের সংশোধন নিয়ে আন্দোলনরত কৃষকদের মতামত জানতে চেয়ে রবিবার কৃষি মন্ত্রকের তরফে একটি চিঠি পাঠিয়েছেন বিবেক আগাওরওয়াল।

পাশাপাশি আন্দোলনরত কৃষকদের সঙ্গে পরবর্তী বৈঠকে বসার জন্য দিনক্ষণও ঠিক করতে বলা হয়েছে। এমনকী কৃষকদের সমস্যা সমাধানে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়েছে চিঠিতে। তবে আন্দোলনরত কৃষকদের দাবি, চিঠিতে নতুন কিছুই নেই। কৃষি আইন প্রসঙ্গে সরকারের দেওয়া নতুন প্রস্তাবও ইতিমধ্যেই তাঁরা প্রত্যাখ্যান করেছেন বলেই জানিয়েছেন আন্দোলনরত কৃষকরা।

কৃষক নেতা অভিমন্যু কোহার এবিষয়ে বলেন, ‘তাঁরা কি আমাদের দাবিগুলো জানেন না? আমরা চাই কৃষি আইন পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হোক।’ এই প্রসঙ্গে ভারতীয় কিষান ইউনিয়ন নেতা রাকেশ টিকাইত বলেন, ‘সরকারের এই চিঠির উত্তর কীভাবে দেওয়া যায় আমরা এখন এবিষয়েই আলোচনা করছি।’

 

Leave a Reply

error: Content is protected !!