Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘মোদী সরকার এনআইএ-কে দিয়ে কৃষকদের ভয় দেখাচ্ছে’, তোপ প্রাক্তন জোটসঙ্গী অকালি দলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘মোদী সরকার এনআইএ-কে দিয়ে কৃষকদের ভয় দেখাচ্ছে’, কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি এভাবেই তোপ দাগল প্রাক্তন জোটসঙ্গী শিরোমণি অকালি দল। অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের অভিযোগ, আলোচনার মাধ্যমে কৃষি আইন নিয়ে সমাধান বের করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। তাই এবার আন্দোলনকারীদের ভয় দেখানোর পথে হাঁটছে তাঁরা।

নিষিদ্ধ খলিস্তানি সংগঠন শিখ ফর জাস্টিসের সঙ্গে যোগাযোগ, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জেরা করতে ৪০ জনকে ডেকেছে এনআইএ। এঁদের মধ্যে রয়েছেন পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু এবং কৃষক নেতা বলদেব সিং সিরসা। উল্লেখ্য, অভিনেতা দীপ সিধু কৃষক আন্দোলনের সমর্থক। তাই এনআইয়ের এই তলবের পিছনের রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন কেউ কেউ।

এনআইএ-র এই পদক্ষেপের সমালোচনায় সরব বিজেপির প্রাক্তন জোটসঙ্গী শিরোমণি অকালি দল। টুইট করে সুখবীর সিং বাদল জানিয়েছেন, “কৃষক আন্দোলনের নেতা-সমর্থকদের তলব করছে এনআইএ। কৃষকদের ভয় দেখানোর চেষ্টা চলছে। বিজেপির এই পদক্ষেপের তীব্র নিন্দা করছি।” তিনি আরও বলেন, “কৃষকরা কেউ দেশবিরোধী হয়। ন’দফা আলোচনা চালিয়েও কৃষি আইন নিয়ে সম্স্যার জট খুলতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। তাই এবার কৃষকদের ভয় দেখানোর চেষ্টা চলছে।”

 

Leave a Reply

error: Content is protected !!