দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লোকসভা নির্বাচনের পরে ছত্রভঙ্গ হয়ে যাওয়া বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক বিন্দুতে দাঁড় করিয়ে দিল কৃষকদের আন্দোলন। আজ অন্তত ১৫টি রাজনৈতিক দল এক সুরে কৃষকদের ৮ ডিসেম্বরের বনধকে সমর্থন করেছে।
সব মিলিয়ে কার্যত একঘরে বিজেপি। কৃষক আন্দোলনকে কেন্দ্র করে যে ভাবে প্রায় সব বিরোধী দল এক সুরে সরব হয়েছে, তাতে রীতিমতো ব্যাকফুটে মোদী সরকার। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে কোনও ফল না-হওয়ায় আগামী ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকেরা।
প্রথমে মনে করা হচ্ছিল, ওই বনধ শুধু পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে প্রভাব ফেলবে। কিন্তু আজ বিজেপি-বিরোধী প্রায় সব দলই একযোগে কৃষকদের সমর্থন করায় কার্যত ওই বনধের প্রভাব পড়তে চলেছে গোটা দেশেই। বামেদের পাশাপাশি কংগ্রেস, আরজেডি, ডিএমকে, এনসিপি, আপ, টিআরএস, এমআইএম বনধ সমর্থন করেছে। নীতিগত সমর্থন জানিয়েছে তৃণমূলও।