Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দেশের রাজস্ব নীতিতে নাক গলানো উচিত নয় সুপ্রিমকোর্টের, নজিরবিহীন মন্তব্য মোদী সরকারের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গত সপ্তাহে সুপ্রিমকোর্টে মোদী সরকার জানিয়ে ছিল, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে ২ কোটি পর্যন্ত ঋণের জন্য মোরাটোরিয়ামের মেয়াদে ইএমআই-এর উপর যে সুদ বকেয়া হয়েছে তা গ্রাহককে দিতে হবে না। সরকার সেই খরচ বহন করবে।

সরকারের এই সিদ্ধান্ত ‘আশাব্যঞ্জক নয়’ বলেই জানিয়েছিল সুপ্রিমকোর্ট। দেশের শীর্ষ আদালতের এই বক্তব্যের পরে এবার কেন্দ্র জানিয়ে দিল ‘বিভিন্ন সেক্টরে এর থেকে বেশি ছাড় দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।’ কেন্দ্রের তরফে আরও জানানো হল, দেশের রাজস্ব নীতিতে নাক গলানো উচিত নয় সুপ্রিম কোর্টের।

কেন্দ্রের তরফে একটি হলফনামা দিয়ে এই কথা জানানো হয়েছে। কেন্দ্র জানিয়েছে, “রাজস্ব নীতি নির্ধারণ করা কেন্দ্রের দায়িত্ব। কোনও আদালতের উচিত নয় কোন ক্ষেত্রকে কী ছাড় দেওয়া হবে সেই বিষয়ে নাক গলানো। ২ কোটি পর্যন্ত ঋণের জন্য মোরাটোরিয়ামের মেয়াদে ইএমআই-এর উপর যে সুদ বকেয়া হয়েছে তাতে ছাড় দেওয়া ছাড়া এই মুহূর্তে আর ছাড় দেওয়া সম্ভব নয়।”

 

Leave a Reply

error: Content is protected !!