দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ মোদী সরকারের সব পরিকল্পনাতেই জল ঢেলে দিয়েছে। করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল এনপিআর এবং জনগণনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
পরিস্থিতি বিবেচনা করে এনপিআর এবং জনগণনা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিবৃতি জারি করে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এনপিআর আর জনগণনা। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা ছিল গোটা দেশে।