দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রুটিরুজি হারানো পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর শ্রমিক স্পেশাল ট্রেন থেকে রেল মন্ত্রক ৪৩০ কোটি টাকা আয় করেছে। এই তথ্য প্রকাশ্যে আসতে দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে।
পরিযায়ী শ্রমিকদের থেকে রেল কেন ট্রেনের ভাড়া আদায় করছে, শ্রমিক স্পেশাল ট্রেন চালুর পরেই তা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রশ্নের মুখে রেল তখন বলে, ট্রেন চালানোর পুরো খরচ রেল বহন করছে।
পরে কেন্দ্র দাবি করে, রাজ্যগুলি শ্রমিকদের টিকিট কেটে দেওয়া সত্বেও রেল ৮৫ শতাংশ খরচ বহন করছে। রেলের হিসেব, শ্রমিক স্পেশাল থেকে ভাড়া বাবদ রেলের প্রায় ৪৩০ কোটি টাকা আয় হয়েছে। আর ওই সব ট্রেন চালাতে ব্যয় হয়েছে প্রায় ২৪০০ কোটি টাকা।