দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মিথ্যার রাজত্ব চলছে! মিথ্যায় শক্তি, মিথ্যায় দেশভক্তি, মিথ্যায় সম্মান, মিথ্যায় ঈমান, মিথ্যায় শেষ সত্য, মিথ্যার জয়গান গাওয়া হোক…
গত কয়েকদিন থেকে জোরেসোরে প্রচার চালানো হচ্ছে যে, মোদী সরকার পরিযায়ী শ্রমিকদের ভাড়া না নিয়ে বাড়ি ফেরাচ্ছে। রাজ্যগুলিও ফ্রি পরিষেবার কথা ঘোষণা করেছে। অথচ কর্ণাটকের শ্রমিকদের থেকে দ্বিগুন বাস ভাড়া আদায় করা হয়েছে। যুক্তি দেখানো হয়, বাস যাত্রী নিয়ে যাওয়ার পর খালি ফিরবে। তাই আপ-ডাউনের ভাড়া নেওয়া হয়েছে।
এই ঘটনা সোশ্যাল সাইটে ফাঁস হওয়ার পর পাল্টা প্রচার করা হয়, শ্রমিকদের ৮৫ শতাংশ ভাড়া কেন্দ্র দেবে, বাকি ১৫ শতাংশ দেবে রাজ্য সরকারগুলি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কেরল গুজরাত থেকে ঝাড়খণ্ড পৌঁছানো শ্রমিকদের থেকে ৭০০ থেকে ৮৭৫ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।
অন্যদিকে, সুরত থেকে ঝাড়খণ্ড যাওয়া ১২০০ শ্রমিক রেলের ভাড়া মিটিয়েছেন। তাঁদের কেউ ঋণ নিয়ে ভাড়া দিয়েছেন, কেউ বাড়ি থেকে কারও মারফত টাকা আনিয়েছেন। জনতা ভক্ত হয়ে গেছে, জনতা মস্তিতে আছে। অর্থহীনদের থেকে অর্থ আদায়, জনতা অভয়দান হিসেবে দেখছে!
Support Free & Independent Journalism