দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ট্রেন, স্টেশন থেকে ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমানোর পথে হাঁটছে কেন্দ্র সরকার। এর আগে ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে সংযুক্ত করে ১২টিতে নামিয়ে আনা হয়েছিল, এবার তা একবারে পাঁচে নামানো হবে বলে সূত্রের খবর। যার প্রথম ধাপ হিসাবে অর্ধেকেরও বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেশিরভাগ শেয়ার বিক্রি করে দেওয়া হবে। এবং ধীরে ধীরে এই ব্যাংকগুলির উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ পুরোপুরি প্রত্যাহার করা হবে।