দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ-এর রিপোর্ট অনুযায়ী, করোনা টেস্টের জন্য কেন্দ্র সরকার এখনও পর্যন্ত ১২০ কোটি টাকা খরচ করেছে। এই ১২০ কোটি টাকা মূলত করোনা টেস্টের জন্য রাজ্য সরকারগুলিকে প্রদান করা হয়েছে।
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই সরকারই দিনদয়াল উপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১০০ কোটি টাকা খরচ করেছিল। এই সরকারই ৩ হাজার কোটি টাকা খরচ করে একটি মূর্তি বানিয়েছে। এই সেই সরকার, যাঁরা বিজ্ঞাপনের জন্য ১৫০০ কোটি, কুম্ভমেলার জন্য ১৫০০ কোটি খরচ করেছিল।
শুধু তাই নয়, বর্তমান বিজেপি সরকার দীপৎসব মহা উৎসবে ১৩৩ কোটি ও এনআরসির জন্য ১২০০ কোটি টাকা খরচ মহানন্দে তালি বাজিয়েছিল। এধরণের অহেতুক খরচের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর করা যায়। কিন্তু সেই তালিকার দিকে তাকালে আমাদের লজ্জা বরং বাড়বে, কমবে না।
Support Free & Independent Journalism