দৈনিক সমাচার ডিজিটাল ডেস্ক : জাতীয়তাবিরোধী তকমার পর সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-র বিরুদ্ধে এবার দিল্লির কার্যালয়ের জমির লিজ সংক্রান্ত বিধি ভাঙার অভিযোগ আনল কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ জমি ও উন্নয়ন দফতর। এই বিষয়ে ৭ জুলাই পাঠানো হয়েছে কড়া নোটিশ। তাতে পিটিআইয়ের ওপর চাপানো হয়েছে প্রায় সাড়ে ৮৪ কোটি টাকার জরিমানা। ৩০ দিনের মধ্যে ওই টাকা জমা দিতে বলা হয়েছে। দেরী করলে অতিরিক্ত ১০ শতাংশ সুদও গুনতে হবে। এমনকী ওই জায়গায় আর ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। পিটিআইয়ের মতো সংবাদ সংস্থার বিরুদ্ধে কেন্দ্রর এই মনোভাবকে মোটেই ভালো চোখে দেখছেন না কেউ।
এর কয়েক সপ্তাহ আগে লাদাখ সংক্রান্ত কিছু খবর ও সাক্ষাৎকার প্রকাশের জেরে পিটিআইকে বার্ষিক সাবস্ক্রিপশন বন্ধের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল প্রসার ভারতী। পিটিআই এই মূহুর্তে দেশের সবচেয়ে বড়ো সংবাদ সংস্থা। মূলত অলাভজনক সমবায়। ৫০০-রও বেশি ভারতীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি পিটিআই-এ প্রায় সাত কোটি টাকার বার্ষিক সাবস্ক্রিপশন রয়েছে প্রসার ভারতীরও। ৭ জুলাই পাঠানো নোটিশটিতে বলা হয়েছে, ৭ আগস্টের মধ্যে জরিমানা বাবদ ৮৪ কোটি ৪৮ লক্ষ ২৩ হাজার ২৮১ টাকা মেটাতে হবে। তাছাড়া, ১ এপ্রিল ২০১৬ থেকে ১৪ জুলাই ২০২০ – র মধ্যে জমির দরের অনেক হেরফের হয়েছে। পিটিআইয়ের বিরুদ্ধে মোদী সরকারের এই মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হয়েছে অন্যান্য সংবাদমাধ্যমগুলিও।