দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবার উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের তুলনা টানলেন কৃষক নেতা রাকেশ তিকাইত। ‘প্রধানমন্ত্রী কিম জং উনের মতো হয়ে যাচ্ছেন, ফলে কেউই তাঁর বিরুদ্ধে কোনও কথা বলতে পারবেন না’, এমন মন্তব্য করেই এবার মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন তিকাইত।
হিন্দিতে টুইট করে রাকেশ তিকাইত লিখেছেন, ‘কেউ সরকারের বিরুদ্ধে কথা বললেই তাঁকে শাস্তির মুখে পড়তে হচ্ছে। রাজার বিরুদ্ধে কথা বলা মানে কি শাস্তি পাওয়া? তিনি কি রাজা? উনি কিম জং উনের মতো হয়ে যাচ্ছেন, যেন কেউই ওঁর বিরুদ্ধে কিছু বলতে পারবেন না’।
देश की सत्ता अपने खिलाफ एक शब्द को बर्दास्त नहीं कर रही, लेकिन यही सरकार तीनों कृषि कानूनों को वापस लेगी और MSP पर कानून भी बनाएगी ..।#FarmersProtests
— Rakesh Tikait (@RakeshTikaitBKU) June 2, 2021
অন্যদিকে, তিন কৃষি আইন বাতিলের দাবিতে ফের সোচ্চার হয়েছেন তিকাইত। উল্লেখ্য, ইতিমধ্যে ১১ বার মোদী সরকারের সঙ্গে আলোচনার টেবিলে মুখোমুখি হয়েছেন কৃষকরা। তিন কৃষি আইন বাতিল করতেই হবে, এ দাবিতে এখনও অনড় তাঁরা। তাঁদের ওই দাবির পরিবর্তে ১২-১৮ মাসের জন্য নয়া আইন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল সরকার। কিন্তু, তা মানতে নারাজ দেশের অন্নদাতারা। কৃষক নেতা রাকেশ তিকাইত হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ‘২ অক্টোবর পর্যন্ত সময়। তার মধ্যে আইন প্রত্যাহার না করা হলে কৃষকরা অন্য রাস্তা বেছে নেবেন।’তিনি আরও বলেছিলেন, ‘কমিটির সঙ্গে সরকার বৈঠক করতে রাজি না হলে আমাদের বিক্ষোভ জারি থাকবে। দেশজুড়ে ফসলের ন্যূনতম ও সর্বোচ্চ দাম থাকা উচিত।’
রাকেশ তিকাইত আরও বলেছিলেন, ‘আমাদের স্লোগান কানুন ওয়াপসি নহি তো ঘর ওয়াপসি নহি’। অন্যদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলি যদি কৃষকদের পাশে দাঁড়াতে চায়, তাহলে তাঁদের আপত্তি নেই। কিন্তু এই ইস্যুকে নিয়ে রাজনীতি যাতে না করা হয়, সে ব্যাপারে সাফ জানিয়েছেন রাকেশ। ‘কৃষকদের হত্যার চক্রান্ত করছে বিজেপি’, গাজিপুর সীমানায় কাঁদতে কাঁদতে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। একইসঙ্গে হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ‘আইন বাতিল না হলে আত্মহত্যা করব।’