দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘ব্রিটিশদের থেকেও নৃশংস মোদী’, কৃষকদের পাশে দাঁড়িয়ে এমনটাই বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। এমনকি মোদীর প্রতি ঘৃণায় এবং রাগে বিধানসভায় কৃষিবিল ছিঁড়ে ফেললেন তিনি। বৃহস্পতিবার তিন কৃষিবিলের কপি ছিঁড়ে প্রতীকী প্রতিবাদ করেন তিনি। কেজরির প্রশ্ন, ‘করোনার এই অতিমারির মধ্যেই কীসের এত তাড়াহুড়ো ছিল কৃষিবিল পাস করানোর?’
এদিন বিধানসভার অধিবেশনে কেজরির হুঙ্কার, ‘প্রতিটি কৃষক ভগৎ সিং হয়ে উঠেছেন… আর সরকার বলছে, সব কৃষকদের কাছে পৌঁছে তারা কৃষিবিলের উপকারিতা নিয়ে বোঝাচ্ছে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন, কৃষকদের কাছ থেকে জমি তো নেওয়া হচ্ছে না। এটাই তাহলে কৃষিবিলের উপকারিতা?’
দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমানায় প্রায় তিন সপ্তাহে পড়ল কৃষকদের আন্দোলন। প্রতিবাদের প্রথম থেকেই কৃষকদের পাশে থেকেছে দিল্লি সরকার। প্রথম থেকেই আপ সরকার বিরোধিতা করেছে কৃষিবিলের। আন্দোলন স্থলে কৃষকদের জন্য পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং পরিচ্ছন্নতার কাজ করছে সরকার। দিল্লির সীমানায় কেন্দ্রের বিরোধিতায় লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং তীব্র শীতকে উপেক্ষা করে লড়ছেন হাজার হাজার কৃষক। গত সপ্তাহে সিঙ্ঘু সীমান্তে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি।