Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকদের দাবি না মেনে ঔদ্ধত্য দেখাচ্ছেন মোদী : কেজরিবাল

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলনে কৃষকদের ফের চড়ছে উত্তেজনার পারদ। কৃষকদের দাবি না মেনে ঔদ্ধত্য দেখাচ্ছেন মোদী, এবার এমনটাই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। মোদী সরকারের কৃষি বিলের প্রতিবাদে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন কেজরিবাল। আজ কৃষকদের অনশন আন্দোলনে সামিল হওয়ার কথা রয়েছে তাঁর।

মোদী সরকারের সমালোচনা করে কেজরিবাল বলেছেন, কৃষকদের দাবি না মেনে ঔদ্ধত্য দেখাচ্ছেন মোদী। আজ তারই প্রতিবাদে কৃষকদের সঙ্গে একদিনের প্রতিকী অনশনে সামিল হবেন তিনিও। দলের নেতা কর্মীদেও এউ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

কৃষকদের সঙ্গে মোদী সরকারের ৫টি বৈঠক ব্যর্থ হয়েছে। কোনও সমাধান সূত্র বেরোয়নি। দফায় দফায় আলোচনার পরেও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন কৃষকরা।

 

Leave a Reply

error: Content is protected !!