Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মোদী কা কামাল! সরকারিভাবে ভারতীয় অর্থনীতিতে প্রথমবার মন্দা, জিডিপি কমে ৭.৫ শতাংশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের আমলে দেশের সবচেয়ে বেহাল অবস্থা। একেবারে তলানিতে ঠেকেছে দেশের অর্থনীতি। বেড়েছে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ধর্মীয় ভেদাভেদ ও উগ্ৰ হিন্দুত্ববাদীদের আস্ফালন। দেশের উন্নয়ন গিয়ে ঠেকেছে তলানিতে। দেশের জিডিপি-র হার সঙ্কুচিত হয়ে জুলাই থেকে সেপ্টেম্বর, এই ত্রৈমাসিকে হল ৭ দশমিক ৫ শতাংশে। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে জিডিপি-র এই নতুন হার জানানো হয়। এই নিয়ে পরপর দুটি ত্রৈমাসিকে জিডিপি-র সঙ্কোচন হল।

অর্থনীতিবিদদের মতে, পরপর দুটি ত্রৈমাসিকে জিডিপি-র সঙ্কোচন হলে তাকে টেকনিক্যাল রিসেশন বা আপাত মন্দা বলা যায়। সেই অর্থে ভারতীয় অর্থনীতি মোদী সরকারের আমলে প্রথমবার মন্দার কবলে পড়ল।

এর আগে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকেও জিডিপি সঙ্কোচনের হার দাঁড়িয়েছিল ২৩ দশমিক ৯ শতাংশে। জিডিপি সঙ্কোচন নিয়ে সরকারি তথ্য প্রকাশ হওয়ার পরেই প্রধানমন্ত্রী এবং বিজেপিকে নিশানা করে রাহুল গাঁধী ট্যুইট করেন, প্রধানমন্ত্রী মোদীর আমলে সরকারিভাবে এই প্রথমবার ভারতের অর্থনীতি মন্দার কবলে পড়ল।

 

Leave a Reply

error: Content is protected !!