Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মোদীই দেশকে এই কোভিড বিপর্যয়ের দিকে ঠেলে দিলেন, ‛দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকার মন্তব্যে বিপাকে কেন্দ্র

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মোদীই ভারতকে এই কোভিড বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন, ‛দ্য অস্ট্রেলিয়ান’ সংবাদপত্রে এমনই মন্তব্য করা হয়েছে। পত্রিকাটি বলছে, একজন ভিড়প্রেমী প্রধানমন্ত্রী যিনি তাঁর নির্বাচনী জনসভায় জমায়েত দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এমন একটা সময়ে যখন তাঁর দেশের মানুষ অক্সিজেন না পেয়ে হাঁসফাঁস করছে! নেতার এই অবিমৃশ্যকারিতার সঙ্গে মিলেছে ঔদ্ধত্য, উগ্র-জাতীয়তাবাদিতা, আমলাতান্ত্রিক অদক্ষতা। সব মিলে ভারতে একটা ঘোর সঙ্কটের জন্ম দিয়েছে।

‛দ্য অস্ট্রেলিয়ান’ লিখছে, গত শনিবার পশ্চিম বাংলায় একটি নির্বাচনী প্রচারে মোদীকে ঘিরে সমাবেশিত সমর্থকদের উচ্ছ্বাস দেখে মোদীও তাঁর উচ্ছ্বাস লুকোতে পারেননি। তিনি যারপরনাই খুশি হয়ে বলে দিয়েছেন, এত ভিড় তিনি কখনও দেখেননি। ভিড়-আমোদিত মোদীর এই তৃপ্তির মুহূর্তেই পাশাপাশি ‛দ্য অস্ট্রেলিয়ান’ কিছু তথ্য তুলে ধরছে। পত্রিকা বলছে, যখন মোদী তাঁর ভক্ত-সমর্থকদের নিয়ে আনন্দ করছেন তখন দেশের বিভিন্ন অংশে করোনার করাল ছায়া। ভারতের স্বাস্থ্য দফতরের রেকর্ড বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩০ হাজার করোনায় আক্রান্ত হয়েছেন! এক ভয়াবহ রেকর্ড! শুধু তাই নয়, পাশাপাশি দেশে স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। হাসপাতালে বেড নেই, স্বাস্থ্যকর্মী অপ্রতুল, অক্সিজেন নেই।

 

Leave a Reply

error: Content is protected !!